
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীদের সমন্বয়ে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ এবং , বিভিন্ন বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী ও সেমিনার এর মধ্যে দিয়ে সমাপ্ত হলো বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মোরেলগঞ্জ উপজেলা পরিষদ ভবন এর চত্বরে মেলায় অংশ গ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মকর্তা কর্মচারী ও স্হানীয় সুধীজন। অনুস্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীর আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, “আজকের তরুণ সমাজের মধ্যে লুকিয়ে রয়েছে এক অপার সম্ভাবনা। আমাদের সন্তানদের মেধা ও দক্ষতায় অন্য জাতির চেয়ে কোন অংশে পিছিয়ে নেই। সঠিক দিকনির্দেশনা ও পরিকল্পনায় পরিবেশ নিশ্চিত করতে পারলে বিজ্ঞানচিন্তায় উজ্জীবিত এই প্রজন্ম দেশকে নিয়ে যাবে উন্নয়নের এক দ্বারপ্রান্তে।
এ মেলায় সিনিয়র ও জুনিয়র গ্রুপে মোট প্রায় ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে তারা তাদের পুরস্কার গ্রহণ করছেন।