
বিএনপির শুভবোধ উদয় হলে তারা নির্বাচনে অংশ গ্রহণ করবে: আখাউড়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
বিএনপির শুভবোধ উদয় হলে তারা ধ্বংসাত্বক কাজ রেখে সাংবিধানিক নিয়মে নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে সরকারের কোন হস্তক্ষেপ নেই। নির্বাচন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের আওতাধীন। ইউএনও, ডিসি এসপি সহ সকল প্রশাসনিক কর্মকর্তারা সরকারের নয় ইলেকশন কমিশনের আওতাধীন হয়ে কাজ করবে।সাংবাদিকদের প্রশ্নে এমনটাই বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আ হ ম মোজাম্মেল হক। শুক্রবার মাজার শরিফ জিয়ারতের উদ্দেশ্যে আখাউড়া পৌরসভার খড়মপুর প্রখ্যাত আওলিয়া শাহ পীর কল্লা শহীদ রহঃ রওজা শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান। তিনি আরো বলেন, বিএনপি যদি নির্বাচন কমিশনের কাছে সময় আবেদন করে তাহলে নির্বাচন কমিশন ইলেকশনে শিডিউল নিয়ে বিবেচনা করতে পারেন।