
রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে বিভিন্ন ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাৎকারী,১৫ টি মামলায় সাজাপ্রাপ্ত ও ৪৫ টি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলো,হারুনুর রশিদ (৬৫)।
রবিবার (১৩ জানুয়ারি ) রাত সাড়ে এগারো ঘটিকায় মতিঝিলের দিলকুশা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ( ১৪ জানুয়ারি ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মতিঝিল থানা সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত হারুনুর রশিদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। হারুনুর রশিদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানার ৮টি মামলায় সাজাপ্রাপ্ত ও হালিশহর থানার ৭টি মামলায় সাজাপ্রাপ্ত এবং ডবলমুরিং ও হালিশহর থানার ৩০টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।
মতিঝিল থানা সূত্রে জানা যায়,হারুনুর রশিদ গ্রেফতার এড়াতে চট্টগ্রাম থেকে রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় আত্মগোপন করে থাকে। তাকে গ্রেফতার করার জন্য ডবলমুরিং থানা থেকে মতিঝিল থানায় অধিযাচন পত্র পাঠালে মতিঝিল থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মতিঝিলের দিলকুশা এলাকা হতে তাকে গ্রেফতার করে।
মতিঝিল থানা সূত্রে আরো জানা যায়,গ্রেফতারের পর সোমবার হারুনুর রশিদকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে মতিঝিল থানা পুলিশ।
ডিআই/এসকে