ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

হাজারীবাগে অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজ রাতুল গ্রেফতার

রাজধানীর হাজারীবাগে চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনায় রুজুকৃত মামলায় অস্ত্রধারী সন্ত্রাসী ও এলাকার চিহ্নিত চাঁদাবাজ মো.রাতুল ইসলাম (২২) কে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ ও ডিবি-রমনা।

সোমবার (১৩ জানুয়ারি ) রাতে হাজারীবাগের রায়েরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়,সেবা হোল্ডিং লিঃ এর নিরাপত্তা প্রহরী গোলাম কিবরিয়া খান (৪৯) হাজারীবাগ থানায় গত ১২ জানুয়ারি তার প্রতিষ্ঠানে অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১০ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যায় ১৫/২০ জনের একটি দুষ্কৃতকারী দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ৭/৮টি মোটরসাইকেলে করে হাজারীবাগের রোড নং-৭/এ এর ধানমন্ডির ৩নং হোল্ডিং-এ নির্মানাধীন ভবনের টিনের বেষ্টনির ভেতর প্রবেশ করার চেষ্টা করে। উক্ত এলাকায় দায়িত্বরত হাজারীবাগ থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক বাধা দেওয়ার কারণে তারা ভবনের সামনে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ভবনের নিরাপত্তা বেষ্টনি পুড়িয়ে দেয়। এসময় দায়িত্বরত পুলিশ দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা করলে তারা তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ৭/৮ রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এর আগে গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখ উক্ত ভবনে প্রবেশ করে এই সন্ত্রাসী দল মামলার বাদী গোলাম কিবরিয়া খানকেসহ নির্মাণ শ্রমিকদেরকে ভয়ভীতি প্রদান করে নির্মান কাজ বন্ধ রাখার জন্য বলে এবং তাকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ভবনের মালিককে সেই নাম্বারে যোগাযোগ করতে বলে।

হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। একইভাবে ৫ জানুয়ারি এই সন্ত্রাসী দলের দুইজন সদস্য সেবা হোল্ডিং লিঃ এর নির্মাণাধীন বিল্ডিংটিতে গিয়ে নির্মাণ শ্রমিকদেরকে নির্মাণ কাজ বন্ধ করে চলে যেতে বলে এবং ভয়ভীতি প্রদর্শনের জন্য তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র হতে এক রাউন্ড ফাকা গুলি করে। এসময় ভবন নির্মাণ কাজ চালু রাখতে হলে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা প্রদান করতে হবে মর্মে জানায়। এছাড়াও আশপাশের আরও কয়েকটি নির্মানাধীন প্রজেক্টের ম্যানেজারদের ফোন করে চাঁদা দাবি করে এ সন্ত্রাসী গ্রুপটি।

থানা সূত্রে আরও জানা যায়,মামলাটি তদন্তকালে ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত অস্ত্রধারী চাঁদাবাজ দলের সদস্য মো.রাতুল ইসলামকে গত রাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাতুল গত শুক্রবার (১০ জানুয়ারি) মোটরসাইকেল যোগে এসে অগ্নিসংযোগ ও গুলাগুলির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত রাতুলের বিরুদ্ধে হাজারীবাগ থানায় আরও একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ