
মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালেদা জিয়ার রোগমুক্তি কামণায় দোয়া ও ৫ শতাধিক শীতার্তদের কম্বল উপহার দিয়েছেন প্রধান অতিথি হিসেবে বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাড়ৈপাড়ার গ্রামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন মহাসচিব কাওসার আহম্মেদ জজ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সপু বলেন, দ্রুত নির্বাচন দিতে হবে, একটা শান্তিপুর্ন নির্বাচনের অপেক্ষায় আছে জনগণ।
অনুষ্ঠানে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, জেলা যুবদলের ১নং যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সম্পাদক আলমগীর কবির,জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. ফাহাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।