ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ
১৭ পুলিশ সুপারকে বদলি
রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৬ সদস্য গ্রেফতার
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৫
মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলু গ্রেফতার
ডিআরইউতে বায়রার সংবাদ সম্মেলন ঘিরে হট্রগোল, মারধোর
নড়াইলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ

বরিশালের রাজ্জাক স্মৃতি কলোনির নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এবং পরিবেশবান্ধব প্যাড উৎপাদনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করছে টিম চিহ্ন। মাসিক স্বাস্থ্য সচেতনতা থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য সেবা এবং পুনর্ব্যবহারযোগ্য প্যাড তৈরির উদ্যোগ—সবকিছুই তাদের প্রচেষ্টাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

প্রায় ৬০ জন নারীর সাথে আয়োজিত সেশনে নারীরা তাদের স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলেন, মাসিক চক্র সম্পর্কে জানেন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে তাদের দ্বিধা দূর করতে সক্ষম হন। এছাড়াও, চিকিৎসা সেবার জন্য একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। প্যাডের পরিবেশবান্ধব উৎপাদনে স্থানীয় নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়, যা তাদের জন্য দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে কাজ করছে।

টিম চিহ্নের কো-ফাউন্ডার সাজিদ আরমান সজীব বলেন, “টিম চিহ্নের মাধ্যমে আমি সমন্বয়, সহমর্মিতা, এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা উপলব্ধি করেছি, যা আমাকে নতুনভাবে ভাবতে ও কাজ করতে অনুপ্রাণিত করেছে।”

টিম চিহ্নের কো-ফাউন্ডার ও ইনিশিয়েটিভ লিডার আফরোজা সুরভী বলেন, “আমরা যখন কাজ শুরু করি, প্রতিদিন লক্ষ্য করি যে, স্বাস্থ্য নিয়ে তারা অনেক বেশি অসচেতন। অপরদিকে, তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নেই কোন ব্যবস্থাও। আমরা এই বিষয়গুলো নিয়েই কাজ করছি। পরবর্তীতে আমরা তাদের জন্য একটি টেকসই উন্নয়নে কাজ করব।”

টিম চিহ্নের এই উদ্যোগ কেবল অস্থায়ী সমাধান নয়, বরং এটি দীর্ঘমেয়াদি পরিবর্তনের পথ দেখাচ্ছে। স্থানীয় নারীদের ক্ষমতায়ন এবং টেকসই স্বাস্থ্য সচেতনতার এই পদক্ষেপ সমাজে একটি নতুন উদাহরণ তৈরি করতে চলেছে।

শেয়ার করুনঃ