ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নওগাঁ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ

নওগাঁর বদলগাছী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, বদলগাছী সরকারি কলেজের শিক্ষার্থী আতিকুর রহমান (২৫), মারুফ রব্বানী মতিন (২৫) ও আব্দুল আল মোসাব্বির আতিক (২৫)। এ ঘটনায় গতকাল রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থী আতিকুর রহমান। লিখিত বক্তব্যে বলেন, ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে মারুফ রব্বানী মতিন ও আব্দুল্লাহ আল মোসাব্বির বিভিন্ন অপকর্ম করে আসছে।এসব ঘটনার প্রতিবাদ করায় গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে তাঁকে একা পেয়ে অতর্কিতভাবে হামলা করে এবং বেধড়ক মারপিট করে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বদলগাছীর ছাত্র প্রতিনিধি পরিচয়দানকারী আতিকুর রহমান আরও বলেন, তাঁর ওপর হামলাকারী মারুফ রব্বানী ও আব্দুল আল মোসাব্বির ৫ আগস্টের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। বর্তমানে তাঁরা দুজন বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তাঁরা নিজেদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয় দিয়ে চাঁদাবাজি, লুটপাটসহ নতুন করে ফ্যাসিবাদী কায়দা চালু করার প্রচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁর ছাত্র প্রতিনিধি তানজিম বিন বারী,আরমান হোসেন, ফজলে রাব্বী, মেহেদী হাসান, রাফী রেজওয়ান, সাদমান সাকিব ও রিয়াল উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে আব্দুল আল মোসাব্বির আতিক বলেন, ‘আতিকুর রহমান যে অভিযোগ করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আমি কারাভোগ করেছি। অথচ আমাকে বলা হচ্ছে, আমি নাকি ভুয়া ছাত্র সমন্বয়ক। যাঁরা এই অভিযোগ করছেন তাঁরাই ভুয়া। আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ করেছে তাঁরও কোনো ভিত্তি নেই। বরং আতিকুর রহমান, শুভ ও জামানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছ চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসবের প্রতিবাদ করায় গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আতিকুর রহমান, শুভ ও জামান আমাদের ওপর হামলা চালায়। তাঁরা আমাদের হত্যার উদ্দেশ্যে বেধড়কভাবে মারপিট করে। মতিনকে গলায় চাকু দিয়ে জখম করে। এ ঘটনায় বদলগাছী থানায় অভিযোগ করা হয়েছে।’

শেয়ার করুনঃ