
নাটোরের লালপুর আম বাগান থেকে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার।
নাটোরের লালপুরে মাহমুদা আক্তার বীথি (৩২) নামে এক যুবতীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বনপাড়া-লালপুর সড়কের মধুবাড়ি তোফাকাটা মোড় এলাকার আম বাগানের পাশে ওই যুবতীর মরদেহটি পাওয়া গিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মাহমুদা আক্তার বীথি উপজেলার বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে এবং তিনি উপজেলার গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে চাকরি করতেন। চাকরির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।
মুক্তার জেনারেল হাসপাতালের পরিচালক মোঃ মুক্তার হোসেন জানান, সে আমাদের হাসপাতালের ডিউটি শেষ করে বিকেলে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে কালাইয়ের জমিতে কালাই সংগ্রহ করতে এসে আম বাগানের পাশে যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানোর আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশা করছি দ্রুত হত্যার রহস্যউদঘটন হবে।