ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

নান্দাইলে দুই পরিবারকে অস্ত্রের মুখে বেধে রেখে দূধর্ষ ডাকাতি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে গত শনিবার (১১ জানুয়ারি) ও রোববার (১২ জানুয়ারি) পরপর দুইদিন দিবাগত রাতে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা গ্রামে ও চরবেতাগৈর ইউনিয়নের চারবেতাগৈর গ্রামে অস্ত্রের মুখে পরিবারকে বেধে রেখে দূধর্ষ দুইটি ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাতনামা ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র ট্রাকে করে লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, উক্ত
ডাকাতির ঘটনা থানায় জানালে বা মামলা করলে গৃহকর্তাদের প্রাণে মেরে ফেলারও হুমকী দিয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার দুপুরে ডাকাতি হওয়া দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে চামটা গ্রামের মোশারফ হোসেন কামাল বলেন, শনিবার দিবাগত গভীর রাতে তাদের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা শাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাদের অস্ত্রের মূখে জিম্মি করে। এরপর ঘরের আলমিরা,ওয়ারড্রব ভেঙ্গে নগদ প্রায় ৮ লাখটাকা, সাড়ে ৪ ভরি স্বর্ণ ও ২২ ভরি রূপার অলঙ্কারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। ডাকাতি চলাকালীন সময়ে পুত্রবধু সাবিকুন্নাহার কৌশলে বাড়িতে না থাকা তাঁর শশুর হাসেন আলী (৬৫)কে মোবাইলে একটি কল দিলে কোন বিপদ হয়েছে কিনা তা দেখার জন্য হেঁটে হোসেন আলী ছেলের বাড়ির দিকে আসতে থাকেন। কিন্তু কাছে আসতেই বাড়ির সামনে থাকা ডাকাত দলের ২-৩ জন সদস্য তাঁকে মুখ চেপে ধরে চ্যাংদোলা করে বাড়ির ভিতরে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। পরে ট্রাকে জিনিসপত্র তুলে নিয়ে যায়। অপরদিকে বোববার দিবাগত রাত ২ টার দিকে নান্দাইল-ত্রিশাল আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত মিয়াজ উদ্দিনের ছেলে মৃদুল মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয়ে মৃদুল মিয়া জানান, ১০- ১২ জনের মূখ ঢাকা একটি ডাকাতদল কৌশলে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মূখে তাকে হাত-পা বেধে বিছানার উপর উপুড় করে ফেলে রাখে। পাশে থাকা স্ত্রীসহ অন্যদের অস্ত্রের মূখে জিম্মি করে ঘরের বেশ কয়েকটি কক্ষে থাকা স্টিলের আলমারি-ওয়ারড্রব ভেঙ্গে নগদ আড়াই লাখ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, ১২ টি মূল্যবান কম্বলসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। নান্দাইল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ জানান, খবর পেয়ে রাতেই দুই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উভয় ডাকাতির ঘটনায় একটি টিম গঠন করেছেন। ইতিমধ্যে জড়িতদের গ্রেপ্তার এবং ডাকাতি করে নিয়ে যাওয়া মালামাল উদ্ধারে অভিযান পরিচালনা শুরু করেছেন।

শেয়ার করুনঃ