
চেয়ারম্যান আদোমং মারমা/আজ আমার ৩০তম বিবাহ বার্ষিকী। ৩০ বছর পূর্বে এই দিনে আমার জীবনের সাথে জড়িয়ে গিয়েছিল আর একটি জীবন। জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি পর্যায়ের ,দুটির স্বাদ নিয়েছি। বাকিটা পর্যন্ত আমরা দুজন যেন হাতে হাত রেখে চলতে পারি – সবার কাছে এই দোয়া/আর্শিবাদ চাচ্ছি।
দেখতে দেখতে ৩০টি বছর কিভাবে যেনো চলে গেল। আমার ঘরে সে এলো দুই মেরুর দুটি মনের মিলন হল। আনন্দ-বেদনা সুখ-দু:খের মধ্য দিয়ে ৩০টি বছর কোথা দিয়ে চলে গেল টেরই পেলাম না। একসময় প্রথম কন্যা সন্তান উনুচিং মারমা এর জম্ম হল। কিভাবে যেনো বাবাও হয়ে গেলাম। তারপর ছেলে প্রুসিং মারমা জম্ম হল।দুই আর দুই মিলে চার হয়ে গেলাম। আমার যোগ্য লাইফ পার্টনার এর ভুমিকায় অবতির্ন হল আমার জীবন সংগীনি ক্রানুবাই মারমা।
আমাকে সব সময় যে কোন কাজে সাহস যুগিয়ে আর সহযোগীতা করেন।
আজ ৩০টি বছর পরও তাকে আমি তেমন কিছু দিতে পারিনাই।তবে মনের জাগ্রত ভালোবাসা দিয়ে আজও সংসার জীবনে আছি।মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই।
আজ ৩০টি বছর পরও তাকে আমি তেমন কিছু দিতে পারিনাই।তবে মনের জাগ্রত ভালোবাসা দিয়ে আজও সংসার জীবনে আছি।মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই।
যেনো আমাদের এ জুটিকে যেনো একই বৃন্তে গেঁথে রাখে। সৌভাগ্যময় পৃথিবীর সকলের কাছে আমরা দুজন দোয়া/আর্শিবাদ চাই। সবার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আমাদের বিবাহ বার্যিকীতে শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ জানাই আমার প্রিয় সবাই-কে।