ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

হাতিয়ায় বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল থেকে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন সহ বিভিন্ন প্রান্ত থেকে সব ধরনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ছুটে আসে উপজেলার প্রান কেন্দ্র ওছখালীতে পরে সমাবেশে যোগদান করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

স্বৈরাচাদের দেশ বিরোধী অপতৎপরতা রুখে দিতে হাতিয়া উপজেলার বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত।

আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা রাজপথে ছিলাম বলেই ০৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকের এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ কারো একক অর্জন নয় এটা বাংলাদেশের আপামর মানুষের ত্যাগের বিনিময়ে অর্জন হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে হাতিয়া আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল সমাবেশে এইসব কথা বলেন,বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম দেশ বিরোধী অপতৎপরতা রুখতে ও গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবীতে এক জনসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

হাতিয়া উপজেলা ওপৌরসভা বিএনপির আয়োজনে এ জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দীন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন রনি , উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত হোসেন সাখাওয়াত, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেনিন, সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা কাদের হালিমী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহ হিল মুজিদ নিশান ও হাতিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম ফজলুল হক খোকন। সঞ্চালনায় ছিলেন হাতিয়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো।

প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবুর রহমান শামীম বলেন, ২০২৪ এর স্বৈরাচার মুক্ত আন্দোলনে বিএনপির ৪২২ জন নেতাকর্মী শাহাদাত বরণ করেন। ফ্যাসিস্ট হাসিনা গত ১৭ বছরে গুম-খুন, হামলা-মামলা নির্যাতনের মাধ্যমে তার বাবার মতো বাকশাল কায়েম করতে চেয়েছিল কিন্তু বাংলার আপামর মানুষ একটি সুসংগঠিত গণ-অভ্যুত্থানের মাধ্যমে তা নসাৎ করে দিয়েছে।

তিনি বলেন, আপনারা ইতোমধ্যে লক্ষ্য করেছেন
হাতিয়ার রাজনীতি, ব্যক্তি রাজনীতি থেকে বেরিয়ে এসেছে। আমাদের রাজনীতি হবে জিয়াউর রহমানের রাজনীতি, খালেদা জিয়ার রাজনীতি, তারেক রহমানের রাজনীতি, এর বাহিরে কোন রাজনীতি কিংবা গ্রুপিং চলবে না। খালেদা জিয়া এবং তারেক রহমান যাকেই মনোনয়ন দিবে আমরা সবাই তার জন্য একসাথে কাজ করে যাবো।

হাতিয়া একটি সম্ভাবনাময় অঞ্চল কিন্তু এখানকার সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। যাতায়াতের জন্য ভালো কোন ব্যবস্থা নেই। ভালো কোন হাসপাতাল নেই উল্লেখ করে তিনি বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, বাংলাদেশের মানুষের ম্যান্ডেড নিয়ে বিএনপি সরকার গঠন করলে হাতিয়া হবে একটি পর্যটন এলাকা। এখানের জলপথ এবং স্থলপথের যাতায়াত ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। এছাড়া যেসব এলাকায় নদী ভাঙ্গন রয়েছে সেখানে বেড়িবাঁধ করা হবে। হাতিয়াবাসীর বাণিজ্যিক উন্নয়নের জন্য এখানে একটি নৌ-বন্দর করা হবে। এছাড়া হাতিয়ার মানুষ চিকিৎসার জন্য যাতে মাইজদী, ঢাকা না যাওয়া লাগে সে জন্য উন্নতমানের হাসপাতাল নির্মাণ করা হবে।

আজকে আমরা খেয়াল করছি, সংস্কার নামে দেশে নির্বাচনকে দীর্ঘায়িত করা হচ্ছে। চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বেড়েই চলছে। চারদিকে নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো ৩১ দফা সংস্কারের কথা আরো ২ বছর আগেই বলেছেন। আমরা মনে করি অতি শিগগিরই একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক সরকার গঠনের মাধ্যমেই মানুষের মৌলিক অধিকার, সামাজিক অধিকার এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করা সম্ভব।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসরেরা বিগত সময়ে এতো অপকর্ম করার পরেও তারা এখনো প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়ায়, অতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। না হয় হাতিয়ার সাধারণ মানুষ এর কঠিন জবাব দিবে। সর্বোপরি আমি আপনাদের সহযোগিতা নিয়ে হাতিয়াকে বিএনপির একটি ঘাঁটি হিসেবে তৈরি করতে চাই।

এসময় হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, ও উপজেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে এ সভা চলে দুপুর ২.৩০ টা পর্যন্ত। সভায় উপস্থিত নেতা কর্মীরা নিজ নিজ বক্তব্য দিতে গিয়ে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় ব্যবসা,বানিজ্য ও শিক্ষাগ্রহন করতে বেকায়দায় পড়াসহ নানান বিপত্তির কথা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ