
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ঘন কুয়াশা আর কনকনে শীতের কারণে বিপর্যস্ত এখানকার জনজীবন। গত কয়েকদিন ধরে চলছে শীতের দাপট।।হাড় কাঁপানো এ শীতে গরীব অসহয় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো.নাজমুল ইসলাম।
রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৪টায় মোরেলগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের মাঝে সরকারি সহায়তা শীতবস্ত্র দরিদ্র শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
এসময় তিনি বলেন,শীত শুরু হবার পর পরই পথচারী,হতদরিদ্র, দুস্থ,অসহায় শীতার্তদের বাড়িসহ বিভিন্ন এলাকার ঘুরে সরকারি সহায়তা শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান শীত চলাকালীন এ বিতরণীর কাজ অব্যাহত থাকবে।