
বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন সরাইল উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি পদে জহিরুল কবীর শিহাব ও সাধারন সম্পাদক পদে মনির হোসেন সুমন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারী) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।।ভোটে মাধ্যমে সাধারণ সম্পাদক পদে মনির হোসেন সুমন নির্বাচিত হন। অন্য ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে জহিরুল কবীর শিহাব, সাংগঠনিক সম্পাদক পদে এস কে রিমন ও মহিলা বিষয়ক সম্পাদিকা পদে দেওয়ান আফরিন সুলতানা ডলি বিজয়ী হয়েছেন।
এ ব্যাপারে সরাইল উপজেলা স্বাস্থ্য সহকারী (এমটিইপিআই) আল আমিন জানায়, আজ শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য সহকারী ও কর্তকর্তাদের সর্বসম্মতিক্রমে উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন এর ৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো জানান, শীঘ্রই উপজেলা স্বাস্থ্য সহকারীদের মতামতদের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।