পঞ্চগড়ের বোদায় তারেক জিয়ার পক্ষে ১ হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারী) বিকেলে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদ।
এ সময় পৌর বিএনপির আহবায়ক মো. আব্দুস সামাদ তারা, পৌর বিএনপির সদস্য সচিব মো. দিলরেজা ফেরদৌস চিম্ময়, সাজাদুর রহমান জুয়েল, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সামাজিক বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বোদা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১ হাজার শীতার্তের মাঝে তারেক জিয়ার পক্ষে কম্বল বিতরণ করা হয়।
#
বোদায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
মোঃ কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত শনিবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ, পঞ্চগড় জেলার সমাজসেবা বিভাগের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিম্ময়, বোদা থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দীন। টুর্ণামেন্টে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা মোট ১১ টি ফুটবল দল খেলায় অংশ নিচ্ছে।
যুব সমাজকে মাদক থেকে দুরে রাখা, ফুটবল প্রেমিকদের বিনোদন প্রদান এবং ভাল খেলোয়ার তৈরী করার লক্ষে এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির জানান। পরে ফুটবল খেলা মাঠে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
#