
পুলিশের কাজে বাধা ও হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আইনপ্রয়োগকারী সংস্থাটি জানিয়েছে, নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে তাদের।
গ্রেফতারকৃতরা হলেন, শাহ্ আলম গোলাপ (৪৫), শামছুল ইসলাম (৪৬), মোহাম্মদ রাহাতুল ইসলাম (৫৫) ও জিন্নাতুল ইসলাম মজুমদার (৪৪)। তাদের মধ্যে রাহাতুল পুরান ঢাকার লালবাগ থানার ২৪ ওয়ার্ডের বিএনপির দফতর সম্পাদক।
বৃহস্পতিবার ডেমরা, কোতোয়ালি, বংশাল ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবারে (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস) আমিনুল ইসলাম।
তিনি জানান, তাদের বিরুদ্ধে হবিগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তারা এসব মামলার পলাতক আসামি ছিলেন।
তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। এছাড়াও তারা ইতোপূর্বে রাজধানীর ডেমরা, কোতয়ালী, বংশাল ও লালবাগ এলাকায় গাড়ি ভাংচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে