
এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই পটুয়াখালী জেলায় “zero waste brigade” গঠন ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারী রবি বার বিকালে জেলা প্রশাসন, পটুয়াখালী’র আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন মুহম্মদ হিরুজ্জামান এনডিসি,অতিরিক্ত জেলা সচিব, ( প্রশাসন অনুবিভাগ),যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।এছাড়াও এসময় আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক,পটুয়াখালী’র সভাপতিত্বে ও যাদব সরকার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)পটুয়াখালী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল (অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী সদর সার্কেল)। এসময় উক্ত কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুয়েল রানা উপপরিচালক (উপসচিব), স্হানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্হাপনা),পটুয়াখালী, মোহাম্মদ তারেক হাওলাদার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী, ইফফাত আরা জামান উর্মি পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন ও সদস্য সচিব গোলাম রহমান এবং পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ সহ জেলা প্রশাসনের নানা স্তরের কর্মকর্তা -কর্মচারী বৃন্দ, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও নানা গণমাধ্যমের প্রতিনিধিরা।