
নওগাঁর আত্রাইয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের দোকানে আঘাত করে ট্রাকটি নিয়ন্ত্রণ আনে। জানাযায় উপজেলার বান্দাইখাড়া বাজারে বয়তল্যাহ সেতুর নিচে গতকাল রাত সাড়ে ১১টাই ঢাকা মেট্রো ট ১৩ – ১১১৪ সাহ সিমেন্ট বুঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে আঘাত করে।
পার্শে ছিলো বান্দাইখাড়া বাজার বণিক সমিতির নাইটগার্ড অল্পের জন্যে নাইটগার্ড গুলো বেচে যায়। বয়তল্যাহ সেতুর পুর্বপার্শে মোঃ হাবিবুর রহমান দোকানে আঘাত করে গাড়িটি নিয়োনত্রন আনেন ড্রাইভার।
হাবিবুর রহমান এর দোকান ঘরটি ফেটে পরের ঘরটিও ফেটে যায়। রাস্তার দুই পার্শের দোকান গুলো ঘরের যায়গা বাদে বারান্দা বাড়িয়ে দিয়ে রাস্তার যায়গা সংকীর্ণ করিয়ে দিয়েছে।
সকল জনগণের একটাই দাবি
প্রশাসনের কাছে রাস্তার দুই পার্শের তেলের ডাম রাখা ও দোকান ঘরের বারান্দা গুলো সরিয়ে ফেলে রাস্তা গুলো ফাঁকা করিয়ে দিবার।