ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক হত্যা,গ্রেফতার ২
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পূর্ণবহাল ও কারাবন্দীদের মুক্তির দাবিতে নড়াইলে মানববন্ধন

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের (বর্তমান বিজিবি) চাকরিতে পূর্ণবহাল ও কারাবন্দীদের মুক্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাকরিচ্যুত ও ক্ষতি গ্রস্থ বিডিআর সদস্য ও পরিবার বর্গ নড়াইল এর আয়োজনে রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, হাবিলদার তরিকুল ইসলাম, নায়েক সুবেদার আব্দুল সবুর, জান্নাতি ফেরদৌস রুপা, তসিবুর আলম তৌহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে নায়েক সুবেদার তৌহিদুর ইসলাম বলেন, ছাত্র ও সাধারণ মানুষ সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা এ দেশের সেনা কর্মকর্তাদের হত্যার নীলনকশা করেন। সেনা কর্মকর্তাদের খুন ও গুমের পর এ দেশের হাজার হাজার নিরীহ বিডিআর সদস্যকে মিথ্যা মামলার মাধ্যমে সাজা দেওয়া হয়। যাদের মধ্যে এখনো অনেক বিডিআর জওয়ান বিনা বিচারে জেলখানায় মানবেতর জীবন যাপন করছেন। অনেকেই নিখোঁজ আছেন। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে তসিবুর আলম বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যা মামলায় যারা জড়িত, তাদের খুজে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আর যেসব নিরপরাধ বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছেন, তাদের চাকরিতে পূনর্বহাল করতে হবে। আর যারা এখনো কারাবন্দী আছেন, তাদেরও জেল থেকে মুক্তি দিয়ে চাকরি ফিরিয়ে দিতে হবে। জান্নাতি ফেরদৌস রুপা নিজেকে একজন বিডিআর সদস্যের স্ত্রী পরিচয় দিয়ে বলেন, আমার স্বামী ঢাকা পিলখানায় কর্মরত ছিলেন। আমি আমার স্বামীর মুক্তি চাই এবং চাকরিতে পুনর্বহাল চাই। মানববন্ধনে বিডিআর সদস্য ও তাদের স্বজনেরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। এ সময় তারা ‘বিডিআরের চাকরি পুনর্বহাল চাই’, ‘সব বন্দী জওয়ানদের মুক্তি দিতে হবে দিতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

শেয়ার করুনঃ