ঢাকা, বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশীকে পুশইন করেছে বিএসএফ
নবীনগরে ফসলি জমির মাটি কাটায় এলাকাবাসীর প্রতিবাদ, প্রশাসনের হস্তক্ষেপের আশ্বাস
কলমাকান্দায় ফলদ ও বনজ গাছের চারা বিতরণ
মগবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেফতার
সীমা‌ন্তে কক‌টেল ফা‌টি‌য়ে জনম‌নে আতং‌কের চেষ্টা বিএসএফের
নৌপথে ৭ দিনের অভিযানে ২৩ ড্রেজারজব্দ:আটক ৪০১
ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ কোটি টাকার অধিক কাঁঠাল বিক্রির আশা
স্বামীর দায়ের কোপে স্ত্রীর হাত বিচ্ছিন্ন, গণপিটুনিতে স্বামীর মৃত্যু
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৩
ঠাকুরগাঁও অন্ত:সত্তা হয়েছে ৬ষ্ঠ শ্রেণীর এক মাদরাসা ছাত্রী
লক্ষ্মীপুরে বিএনপির সভাপতি প্রার্থী আ’লীগ নেতা
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা’র মর্মান্তিক মৃত্যু
পলাশবাড়ীতে উম্মুক্ত দরে মাঠের হাট ইজারা পেলো রবিউল ইসলাম লিয়াকত
ঘোড়ায় হালচাষে ব্যতিক্রমী চাষী সাত্তার
নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা,লাশ ফেলল পুকুরে

রাজাপুরে রাস্তা ফিরে পেতে এলাকাবাসীর মানববন্ধন

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ টিএন্ডটি রোডে ইটের দেওয়াল তুলে প্রায় ৬০০ মিটার দীর্ঘ একটি রাস্তার চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে শিক্ষার্থীসহ প্রতিদিন চলাচলকারী প্রায় দুই শতাধিক মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। রাস্তাটি উপজেলার কবিরাজ বাড়ি খালের উত্তর পাড় হয়ে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মতিউর রহমানের বাড়ি পর্যন্ত বিস্তৃত। এলজিইডির আওতাধীন রাস্তাটির আইডি নম্বর ৫৪২৮৪৫২৫৫।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাটির মাটির কাজ শুরু হলেও মতিউর রহমানের বাড়ির সামনে ইটের দেওয়াল তুলে প্রায় ৫০ ফুট রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়। ফলে রাস্তাটির পূর্ণাঙ্গ মাটির কাজ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে রাস্তাটি উন্মুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিতের দাবিতে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে।

শনিবার (২৪ মে) বিকেলে মতিউর রহমানের বাড়ির সামনে রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে বক্তব্য দেন জহিরুল ইসলাম, মাহফুজুর রহমান বাচ্চু, তরিকুল ইসলাম, মো. আবদুল্লাহসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, শনিবার বিকেলে বেকু মেশিন দিয়ে রাস্তার কাজ চলাকালে মতিউর রহমানের স্ত্রী হাজেরা বেগম কাজে বাধা দেন, ফলে কাজ বন্ধ হয়ে যায়। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও হঠাৎ করে দেওয়াল তুলে তা বন্ধ করে দেওয়া সম্পূর্ণ অমানবিক।

এবিষয়ে ঠিকাদারের দায়িত্বে থাকা মনিরুজ্জামান রেজওয়ান বলেন, শুরু থেকে রাস্তা তৈরি করে মতিউর রহমানের বাড়ি পর্যন্ত আসলে তার স্ত্রী হাজেরা বেগম রাস্তা তৈরি করতে বাঁধা দেওয়া কাজ বন্ধ আছে।

এদিকে মতিউর রহমানের স্ত্রী হাজেরা বেগম জানায়, ঠিকাদারের লোক রেজোয়ান লোকজন নিয়ে রাতের আধারে আমার বিল্ডিং ঘেঁষে খাল কাটা শুরু করে। তারা যেখান থেকে রাস্তা চাইছে সেটা আমার ক্রায়কৃত সম্পত্তি।

এলাকাবাসী দ্রুত রাস্তা উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

শেয়ার করুনঃ