
বাগেরহাটের মোরেলগঞ্জে মডেল একাডেমির আয়োজনে নতুন বছরে নতুন করে শিক্ষার্থীদের নতুন পথচলার মধ্য দিয়ে শুরু হলো নবীন বরন, শিক্ষক সন্মাননা ও বই বিতরণ অনুস্ঠান।
শনিবার ১১ জানুয়ারি সকালে বারইখালী স্টীীল ব্রিজ সংলগ্ন মডেল একাডেমির চত্বরে এস এম কলেজ এর সাবেক অধ্যাপক আবদুল গফফার তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.বদরুদ্দোজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, পৌর বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সামাদ হোসেন ফারুক,ড. মিয়া আব্বাসউদ্দিন টিচার্স ট্রেনিং কলেজের কো-অর্ডিনেটর ও সাবেক উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ আবু সালেহ,,উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,অধ্যাপক মো.কামরুজ্জামান,সাংবাদিক সাংবাদিক এম পলাশ শরীফ, নিয়াজ মাহমুদসহ একাডেমির শিক্ষার্থীদের অভিভাবক শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও ইসলামী সংগীত পরিবেশন শেষে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বই বিতরণ করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকা ও উপস্থিত অতিথিবৃন্দ।