মোঃ নয়ন হুসেন, ঠাকুরগাঁও হরিপুর প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী বাজারে আজ ১৮ই জুন বুধবার সড়ক দুর্ঘটনায় মমতা বেগম নামে এক নারীর নিহত।ঘটনা সুত্রে জানা যায় নিহত মমতা বেগম (২৪)মামুন কন্টাকটার এর সহধর্মিণী,এবং আব্দুল মমিনের মেয়ে। তার বাবার বাড়ি পাবনা পাড়া নন্দগাঁও, গ্রাম। স্থানীয় প্রত্যক্ষ দর্শীরা জানান হরিপুর উপজেলা যাদুরাণী বাজার থেকে বালু ভর্তি একটি ট্রাক বিপরীত দিক থেকে মোটরসাইকেল করে ভাইয়ের সাথে বাবার বাড়ি পাবনা পাড়ার উদ্দেশ্যে রওনা করলে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে এতে ঘটনাস্থলে সড়ক দুর্ঘটনায় মমতা বেগমের মৃত্যু হয়।হরিপুর ফায়ার স্টেশনের ১টি ইউনিট দ্রুত ঘটনা স্থলে পৌঁছে মহিলার লাশটি উদ্ধার করে পুলিশ প্রশাসনের মাধ্যমে নিহতের স্বজনের কাছে লাশটি হস্তান্তর করা হয়।মোটরসাইকেল চালক নিহতের ভাই মো: মামুন (২২) কে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।