
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি: ১১ জানুয়ারি, শনিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয় গঠিত জাতীয় নাগরিক কমিটির নাইক্ষ্যংছড়িতে এ প্রথম বারের মত সভার আয়োজন করা হয়।শনিবার ( ১১ জানুয়ারি) দুপুর ১২ টায় জাতীয় নাগরিক কমিটি নাইক্ষ্যংছড়ি উপজেলার উদ্যোগে আয়োজিত নাইক্ষ্যংছড়ি হাজি এমএ কালাম সরকারী কলেজ মিলনায়তনে উপজেলা নাগরিক কমিটির নেতা আবদুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রিয় সদস্য,এস এম সুজা উদ্দিন, হাসান আলী,জুবায়ের আরিফ,, চট্টগ্রাম জেলার সংগঠক, মুহাম্মদ সরোয়ার কামাল, প্রতিনিধি মুনতাসীর মাহমুদ চট্টগ্রাম প্রতিনিধি আদনান তাহসিন আলমদার, বান্দরবান প্রতিনিধি তছলিম মামুন লামা প্রতিনিধি ইরফাউল হক বান্দরবান সদর উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল প্রমূখ।সভায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। সঞ্চালনায় ছিলেন নাইক্ষ্যংছড়ির প্রতিনিধি আবদুল গফুর।