
নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে সড়ক দূর্ঘটনায় মৃত্যু প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য হত্যা মামলা দায়ের এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ১১ জানুয়ারী (শনিবার) বেলা সাড়ে ১১টায় নড়াইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য হাসান মোল্যা লিখিত অভিযোগে বলেন, গত ৮ জানুয়ারী কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় রাস্তার পাশে একটি পিলারের সাথে ধাক্কা লেগে নিহত হয় রঘুনাথপুর গ্রামের মটরসাইকেল আরোহী নাসিম শেখ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ঘটনার ১৮ দিন পরে নীর অপরাধ ৮ জনকে আসামি করে আদালতে মিথ্যা হত্যা মামলা দায়ের করেন নিহত নাসিম শেখের মা তানিয়া সুলতানা জোনাকি। নিহত নাসিম শেখের পরিবারের সদস্যরা তাদের ৮ টি বাড়ি ঘর ভাংচুর করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় ঘটনার তদন্ত সাপেক্ষে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্য হাসান সরদার, ধুলান শেখ, নজরুল সিকদার, আলীম শেখ, আজিজুল সিকদারসহ হাসান মোল্যা উপস্থিত ছিলেন।