ঢাকা, শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
একমাত্র ইসলামী শাসকই পারে দেশে শান্তি ফিরিয়ে আনতে: এডভোকেট মাহফুজুল হক
তিতাস নদীতে অভিযান, সাড়ে চার হাজার মিটার রিং জাল ধ্বংস
নওগাঁয় এসপি’র বডিগার্ড পরিচয়ে চাঁদাবাজি গ্রেফতার-১
তারেক রহমানের পক্ষ থেকে নেছারাবাদ বিএনপি’র ঈদ উপহার বিতরণ
পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু
নড়াইলে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল
নলতায় এমজে এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে মহাখালী বাস টার্মিনালে বিশেষ অভিযান
কালিগঞ্জ বিষ্ণুপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  হতদরিদ্র ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
হাজীর হাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ফরহাদ
গৃহযুদ্ধ-সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
ডাব পাড়তে ডেকে নিয়ে ভাতিজাকে হত্যা,চাচা আটক নিখোঁজের ২ দিন পর সেপটিক ট্যাংক থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
যাত্রাবাড়ীতে ৪৬,৯০০ পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে রূপসী নওগাঁ’র ঈদ উপহার পেলো শতাধিক অসহায় পরিবার

ডামুড্যায় ‘আমরা রমণী’ এর ব্যক্তিগত স্বাস্থ্যবিধির প্রশিক্ষণ

শফিকুল ইসলাম সোহেল
শরীয়তপুর প্রতিনিধিঃ

আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের অর্থায়নে ও সাথী বাংলাদেশ লিমিটেডের সহযোগে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ১৬ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১টায়
ডামুড্যা উপজেলা পরিষদের মিলনায়তনে ‘আমরা রমণী’ প্রোগ্রামের উদ্যোগে ‘ব্যক্তিগত স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি’ শীর্ষক এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব ইমামউদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা রমণীর কার্যনিবার্হী কমিটির চেয়ারপার্সন মালিয়া হোসেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ‘আমরা রমণী’ প্রোগ্রামের প্রকল্প পরিচালক জনাব মামুন হোসেন, স্থানীয় সমন্বয়কারী তাহমিনা কাদের সুধা এবং মিডিয়া ও এক্সটার্নাল অ্যাফায়েরস শাখার স্থানীয় সমন্বয়কারী জনাব ইয়ামিন কাদের নিলয়। এছাড়াও এই প্রশিক্ষণে সাথী বাংলাদেশ লিমিটেড থেকে উপস্থিত ছিলেন মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা প্রশিক্ষক ফওজিয়া কানিজ খান এবং পার্টনারশিপ ও ব্র‍্যান্ডিং অফিসার ফারিয়া জাহান,আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল সহপ্রমূখ ।

প্রশিক্ষণ অনুষ্ঠানের শুরুতেই ‘আমরা রমণী’ এর কার্যনির্বাহী কমিটির চেয়ারপার্সন মালিয়া হোসেন তার শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, “এই প্রশিক্ষণে জড়ো হওয়ার সাথে সাথে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই ধরনের প্রশিক্ষণ এমন একটি বিশ্বকে গড়ে তোলার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতিনিধিত্ব করে, যেখানে নারীরা তাদের মাসিক স্বাস্থ্যকে আত্মবিশ্বাস এবং মর্যাদার সাথে আলিঙ্গন করতে পারে।”

তিনি আরও বলেন, “আজকে তোমরা যে প্রশিক্ষণটি পাবে তা তোমাদের কেবল তোমাদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে নয়, বরং নারী সমাজের মধ্যে এক পরিবর্তনের উদাহরণ হতেও সক্ষম করবে। কারণ স্বাস্থ্য ভালো থাকলেই প্রতিটা কাজে মনোযোগী হওয়া যায়, আর মনোযোগী হলেই আসবে সফলতা।”

চেয়ারপার্সনের শুভেচ্ছা বক্তব্যের পর সাথী বাংলাদেশ লিমিটেডের মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা প্রশিক্ষক ফওজিয়া কানিজ খান পুরো প্রশিক্ষণটি পরিচালনা করেন, যাতে একটা নারীর কিশোরী বয়স থেকে শুরু করে পুরো জীবনের মাসিক চলাকালীন সময়ের নানা কুসংস্কার, সচেতনতা ও স্বাস্থ্যবিধি নিয়ে কথা বলা হয়।

উল্লেখ্য, ‘আমরা রমণী’ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের এমন একটি অঙ্গসংগঠন যার লক্ষ্য নারীদের অনুপ্রাণিত করা, সংগঠিত করা এবং ক্ষমতায়ন করা। ইতিমধ্যে আমরা রমণী দুইটি প্রকল্প নিয়ে কাজ করছে। একটি হলো ‘Door to Door Mobile Entrepreneurs’ এবং অন্যটি হলো ‘সুতোর খেলা’ (সেলাই মেশিন প্রশিক্ষণ ও ব্লক-বাটিক প্রশিক্ষণ)।

শেয়ার করুনঃ