ঢাকা, বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
খুলনায় ১০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার
রায়পুরে হায়দরগঞ্জ কামিল মাদ্রাসা প্রিন্সিপালকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
লোহাগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা রোলারে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
আদালতে হাজিরা দিলেন ‘মব জাস্টিস’ এর সাথে যুক্ত থাকা আপন দুই ভাই
সেনাসদরে অফিসার্স অ্যাড্রেস: ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান
ধানমন্ডিতে মব নিয়ন্ত্রণ করে পুরস্কার পেলেন সেই ওসি
ঝিকরগাছায় শশুর বাড়িতে বিষ পানে এক ব্যক্তির আত্মহত্যা
বর্ষার আগে খাল খনন ও রাস্তা সংস্কারে জোর দিতে হবে: চসিক মেয়র
রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মুশফিকুর রহমান মেহেদী
ঝালকাঠি পৌরসভায় পদোন্নতির অনিয়মের অভিযোগ, তদন্ত দাবিতে আবেদন
মাধবপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
রাষ্ট্রপতি কুচকাওয়াজ: নারী অফিসার ক্যাডেটসহ ৪৫ অফিসারের ক্যাডেট কমিশন লাভ
মোরেলগঞ্জে শিশুশ্রম, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা
খুলনায় ঝটিকা মিছিলকারী আ”লীগের আরো ৩ নেতাকর্মী গ্রেফতার
কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা

ডামুড্যায় ‘আমরা রমণী’ এর ব্যক্তিগত স্বাস্থ্যবিধির প্রশিক্ষণ

শফিকুল ইসলাম সোহেল
শরীয়তপুর প্রতিনিধিঃ

আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের অর্থায়নে ও সাথী বাংলাদেশ লিমিটেডের সহযোগে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ১৬ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১টায়
ডামুড্যা উপজেলা পরিষদের মিলনায়তনে ‘আমরা রমণী’ প্রোগ্রামের উদ্যোগে ‘ব্যক্তিগত স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি’ শীর্ষক এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব ইমামউদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা রমণীর কার্যনিবার্হী কমিটির চেয়ারপার্সন মালিয়া হোসেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ‘আমরা রমণী’ প্রোগ্রামের প্রকল্প পরিচালক জনাব মামুন হোসেন, স্থানীয় সমন্বয়কারী তাহমিনা কাদের সুধা এবং মিডিয়া ও এক্সটার্নাল অ্যাফায়েরস শাখার স্থানীয় সমন্বয়কারী জনাব ইয়ামিন কাদের নিলয়। এছাড়াও এই প্রশিক্ষণে সাথী বাংলাদেশ লিমিটেড থেকে উপস্থিত ছিলেন মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা প্রশিক্ষক ফওজিয়া কানিজ খান এবং পার্টনারশিপ ও ব্র‍্যান্ডিং অফিসার ফারিয়া জাহান,আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল সহপ্রমূখ ।

প্রশিক্ষণ অনুষ্ঠানের শুরুতেই ‘আমরা রমণী’ এর কার্যনির্বাহী কমিটির চেয়ারপার্সন মালিয়া হোসেন তার শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, “এই প্রশিক্ষণে জড়ো হওয়ার সাথে সাথে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই ধরনের প্রশিক্ষণ এমন একটি বিশ্বকে গড়ে তোলার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতিনিধিত্ব করে, যেখানে নারীরা তাদের মাসিক স্বাস্থ্যকে আত্মবিশ্বাস এবং মর্যাদার সাথে আলিঙ্গন করতে পারে।”

তিনি আরও বলেন, “আজকে তোমরা যে প্রশিক্ষণটি পাবে তা তোমাদের কেবল তোমাদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে নয়, বরং নারী সমাজের মধ্যে এক পরিবর্তনের উদাহরণ হতেও সক্ষম করবে। কারণ স্বাস্থ্য ভালো থাকলেই প্রতিটা কাজে মনোযোগী হওয়া যায়, আর মনোযোগী হলেই আসবে সফলতা।”

চেয়ারপার্সনের শুভেচ্ছা বক্তব্যের পর সাথী বাংলাদেশ লিমিটেডের মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা প্রশিক্ষক ফওজিয়া কানিজ খান পুরো প্রশিক্ষণটি পরিচালনা করেন, যাতে একটা নারীর কিশোরী বয়স থেকে শুরু করে পুরো জীবনের মাসিক চলাকালীন সময়ের নানা কুসংস্কার, সচেতনতা ও স্বাস্থ্যবিধি নিয়ে কথা বলা হয়।

উল্লেখ্য, ‘আমরা রমণী’ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের এমন একটি অঙ্গসংগঠন যার লক্ষ্য নারীদের অনুপ্রাণিত করা, সংগঠিত করা এবং ক্ষমতায়ন করা। ইতিমধ্যে আমরা রমণী দুইটি প্রকল্প নিয়ে কাজ করছে। একটি হলো ‘Door to Door Mobile Entrepreneurs’ এবং অন্যটি হলো ‘সুতোর খেলা’ (সেলাই মেশিন প্রশিক্ষণ ও ব্লক-বাটিক প্রশিক্ষণ)।

শেয়ার করুনঃ