
পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকায় ভারতে অবৈধ পথে অনুপ্রবেশের চেষ্টার দায়ে ফাইম সাইদ আহমেদ (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (পঞ্চগড়-১৮ বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে বিভিন্ন দেশের টাকাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ।
জানা গেছে, আটক ফাইম সাইদ আহম্মেদ ঢাকা রায়ের বাজার এলাকার পশ্চিম তল্লাবাগ এলাকার মৃত আবু আহম্মেদের ছেলে।
এর আগে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে ব্যাটালিয়নের অধীনস্ত মীরগড় বিজিবি ক্যাম্পের আওতাধীন সদর উপজেলার আমতলী এলাকা থেকে বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ৪২২ এর ১০ নম্বর সাব পিলার এলাকা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ভারত সীমান্তের আমতলী এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এরপর ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় বিজিবির টহল দল তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো উত্তর দেয়নি ব্যক্তি। এসময় তার কাছে থাকা ব্যাগে বাংলাদেশি ৩ হাজার ৩০ টাকার বিভিন্ন নোট,৩টি ১০০ ডলারের নোট, ৫ হাজার ৫১০ ভারতীয় রুপির বিভিন্ন নোট, ৫৭৩৭ চায়না ইউয়ান জব্দ করা হয়। এছাড়া ওই ব্যক্তির সঙ্গে থাকা দুইটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি। পরে তাকে সদর থানায় হস্তান্তর করেন
উপ- অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, ঐ ব্যক্তি ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা’র সময় বিজিবির টহল দল তাকে আটক করে। আটকের পর আইনি ব্যবস্থা গ্রহণে তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।