
কুড়িগ্রামের উলিপুরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উলিপুর শহীদ মিনার চত্তরে কাশেম ফাউন্ডেশনের সাহায্যার্থে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ন সম্পাদক এস এম হাবিব নয়ন, পৌর সাধারণ সম্পাদক সোলায়মান আলী, সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম প্রিন্স সহ উপজেলা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীকবৃন্দ।