
খুলনার কয়রায় আদিবাসী মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সকাল ১১টায় উত্তর বেদকাশি বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই শীতবস্ত্র বিতরণ
করা হয়। কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় আদিবাসী পরিষদ ও পরিত্রানের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ। আরও উপস্থিত ছিলেন বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরদার মতিয়ার রহমান, প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা এবং পরিত্রানের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন।
এছাড়াও সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার ও নারী নেত্রী ফাল্গুনী মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া সবাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এলাকাবাসী বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ উপকৃত হয়েছে।