
গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে সন্ত্রাসী কায়দায় একটি অসহায় পরিবারের ওপর হামলা চালিয়ে মারপিট ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ এন্তাজ আলীগংদের বিরুদ্ধে।
গত রোববার (৫ ই জানুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে পলাশবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের মহেশপুর গ্রামে সশস্ত্র এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী এন্তাজ আলীগংদের বাড়ি পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার কবিলপুর সোনাতলা গ্রামে।
হামলায় আহতরা হলেন,একই গ্রামের আবু হোসেন, তার স্ত্রী রাবেয়া বেগম,ছেলে সোহেল রানা, মানিক মিয়া,বাবুল মিয়া ও ফুল মিয়া।
সেদিন হামলাকারীরা মারপিট ও লুটপাট করেই খ্যান্ত হয়নি,তারা ফুল মিয়াকে তাদের বাড়িতে তুলে নিয়ে দ্বিতীয় দফায় মারপিট চালায়। সেখানে একপর্যায়ে ফুল মিয়া জ্ঞান হারিয়ে ফেলে। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে ৮ জনকে অভিযুক্ত করে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ থেকে জানা যায়, মহেশপুর গ্রামের আবু হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম কবিলপুর সোনাতলার বাসিন্দা মৃত নজো পাগলার ছেলে এন্তাজ আলী গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলিয়া আসিতেছে। এরই জেরে গত রোববার রাত সাড়ে ৯ টার দিকে এন্তাজ আলী গংরা আবু হোসেন ও তার ছেলেদের বসতবাড়ি ও দোকানে সশন্ত্র মামলা চালিয়ে মারপিট ও লুটপাট চালায়। এতে সোহেল রানা, মানিক মিয়া,বাবুল মিয়া,আবু হোসেন,ফুল মিয়া ও রাবেয়া বেগম আহত হয়। খবর পেয়ে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উভয় থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।