ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মিরসরাইয়ে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নঈমুলের মৃত্যু

মিরসরাইয়ে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নঈমুল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পথচারী বৃদ্ধ আজিজুক হক (৫৫)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের আরশিনগর ফিউচার পার্কের সামনে এ ঘটনা ঘটে। নিহত নঈমুল উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের মৌলভী বাড়ির অবসরপ্রাপ্ত সেনা সদস্য তোফাজ্জল হোসেন প্রকাশ আর্মি তোফাজ্জলের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নঈমুল মোটরসাইকেল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আরশিনগর এলাকায় পৌঁছান। এ সময় আজিজুল হক নামের এক বৃদ্ধ যোহরের নামাজ পড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আল নূর হাসপাতালে নিয়ে যান।

পরে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই বৃদ্ধও গুরুতর আহত হন।

নিহত নঈমুলের জেঠাতো ভাই রনি চৌধুরী বলেন, ‘আমার ভাই একটি সিম কম্পানিতে পার্টটাইম কাজ করেন। বৃহস্পতিবার দুপুরে কাজের সুবাদে আরশিনগর এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
এটি মেনে নেওয়া আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আমার জেঠা একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন, কীভাবে সান্ত্বনা দিব তাকে, তা আমার জানা নেই।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শ্যামলী রাণী দে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার শিকার নঈমুলকে হাসপাতালে আনার আগেই মারা যান। তিনি মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এই দুর্ঘটনায় আজিজুল হক নামের আহত এক বৃদ্ধকেও হাসপাতালে আনা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনায় নিহত হওয়ার খবর শুনেছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুনঃ