ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান

পটুয়াখালীর মৌকরণ ইউপির চেয়ারম্যানকে হত্যা চেষ্টার মূল হোতাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

পটুয়াখালীর মৌকরন ইউপির চেয়ারম্যান কে অপহরন করে মুক্তিপন ও তাকে হত্যার চেষ্টায় বর্বরোচিত নির্যাতন ঘটনার মূল হোতাকেসহ জড়িতদেরকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় এ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মৌকরন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ( হক সিকদার) এর সভাপতিত্বে ও উক্ত ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সুলতান মাস্টার এর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর স্বজন কলেজ শিক্ষক কাজী ইসরাত হোসেন বাদল ও কাজী দেলোয়ার হোসেন দিলিপ।এছাড়াও এসময় আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, সাবেক সেনা সদস্য মো. খবির উদ্দিন জোমাদ্দার, মৌকরণ ইউপির ইউপি সদস্য ইসমত আরা বেগম, সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ, ইউপি সদস্য কাজী ইমরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন মোল্লা, সাবেক ইউপি সদস্য সোহাগ হাওলাদার, সাবেক ইউপি সদস্য বশির উদ্দিন মোল্লা, ব্যবসায়ী শাহীন মুন্সি, আবুল হোসেন হাওলাদার, অ্যাডভোকেট ফরিদ আহমেদ আবির আকন, কামরুল ইসলাম মাসুদ, মাওলানা মামুন আকন, বিএনপি নেতা মো. ফারুক প্রমুখ।
বক্তারা পুলিশ প্রশাসনসহ অর্ন্তবর্তী সরকারের কাছে মৌকরন ইউনিয়নের উন্নয়নের রূপকার কে অপহরন করে অমানবিক নির্যাতন করে হত্যা চেষ্টার ঘটনার মূল ষড়যন্ত্রকারীকে সহ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। বিক্ষোভ সমাবেশে একই দাবীতে শুক্রবার শ্রীরামপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করার কর্মসূচী ঘোষনা করা হয়।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসময় উপস্থিত ছিলেন মৌকরণ ইউনিয়নের শত শত নারী পুরুষ।
প্রসঙ্গত: উক্ত ইউপির চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিম ৩১ ডিসেম্বর রাত ১১ টায় গ্রীন লাইন পরিবহনে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে কেরানীগঞ্জ এলাকায় ১৫/২০ জন লোক ডিবি পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক টানা হেচরা করে তুলে নিয়ে বাবুবাজার এলাকায় নির্মানাধীন একটি ভবনে নিয়ে নির্মমভাবে মারধর করে হাত- পা বেঁধে রেখে এক কোটি টাকা মুক্তিপণ দাবী করে। এঘটনার এক পর্যায় চেয়ারম্যানের ছোট ভাইসহ স্বজনরা পুলিশ কর্মকর্তাদেরকে অবহিত করে। পুলিশ প্রযুক্তির মাধ্যমে ২ জানুয়ারী দুপুর ১২ টায় উল্লেখিত বাবুবাজার নির্মানাধীন ভবন থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে বলে এ ইউপির প্যানেল চেয়ারম্যান সুলতান হাওলাদার জানান। চেয়ারম্যানের সহধর্মীনি ফারহানা খানম রিতা বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন বলে ইউপি সদস্য ইসমত আরা বেগম সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

শেয়ার করুনঃ