ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল

চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

রাজধানীর পল্লবী থানাধীন বহুল আলোচিত শাকিলকে পিটিয়ে হত্যা মামলা রহস্য উন্মোচন করেছে স্পেশাল ইনভেস্টিগেশন এন্ড অপারেশন ইউনিট (অর্গানাইজড ক্রাইম- উত্তর),পিবিআই।

মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সোমনাথ বিশ্বাসকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। তিনি গোপালগঞ্জের ঠাকুরদাস বিশ্বাসের ছেলে। গতকাল বুধবার বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন ১৫নং সেকশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পিবিআই জানায়,গত ১৪/১০/২০২৩ খ্রিঃ মাগরিবের আজানের পর পল্লবী থানাধীন স্বপ্ন নগর প্রজেক্ট-২, বিল্ডিং- ১৯ এর নিচ তলায় ভিকটিম-মো. শাকিল (২৫) ও তার বন্ধু মো. ফিরোজকে (২০) উল্লিখিত বিল্ডিংয়ের নিচে চোর সন্দেহে আটকে রেখে আসামি সোমনাথ বিশ্বাসসহ অন্যান্য আসামিগণ ভিকটিম ও তার বন্ধুকে পিছনের দিকে হাত পা রশি দিয়ে বেঁধে এলোপাতাড়িভাবে বেধড়ক কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়া পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে আসামিগণ স্থান ত্যাগ করে। ভিকটিমের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে। পরে গত ১৫/১০/২০২৩ তারিখে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ সংক্রান্তে নিহতের ভাই মো. ইয়াসিন(১৯) বাদী হয়ে পল্লবী (ডিএমপি) থানায় অজ্ঞাতনামা ৩০/৩৫ জন আসামির বিরুদ্ধে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলার নং ৩৪(১০)২৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।

পিবিআই আরও জানায়, মামলাটি পল্লবী থানা পুলিশের নিকট তদন্তাধীন থাকাবস্থায় মামলাটির তদন্তভার পুলিশ হেডকোয়ার্টার্স এর মাধ্যমে পিবিআই এসআইএন্ডও (অর্গানাইজড ক্রাইম- উত্তর) কল্যানপুর, ঢাকা এর নিকট তদন্তের জন্য প্রেরণ করে। মো. মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি, পিবিআই হেডকোয়াটার্স এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় মো. আবদুর রহমান, বিশেষ পুলিশ সুপার, এস আইএন্ডও এর তত্ত্বাবধানে পিবিআই এসআইএন্ডও (অর্গানাইজড ক্রাইম- উত্তর) কল্যানপুর, ঢাকা এর ইউনিট ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার, থোয়াইঅংপ্রু মারমা, এর সার্বিক সহযোগিতায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. নুরুজ্জামান মামলাটি তদন্ত করেন।

আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পল্লবী থানাধীন স্বপ্ন নগর প্রজেক্ট-২, বিল্ডিং- ১৯ এর নিচ তলায় ভিকটিম-মো. শাকিল (২৫) ও তার বন্ধু মো. ফিরোজকে (২০ উল্লিখিত বিল্ডিংয়ের নিচে চোর সন্দেহে গ্রেফতারকৃত আসামি সোমনাথ বিশ্বাসসহ অন্যান্য আসামিগণ ভিকটিম ও তার বন্ধুকে পিছনের দিকে হাত পা রশি দিয়ে বেঁধে এলোপাতাড়িভাবে বেধড়ক কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়া পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মো. শাকিলকে মৃত ঘোষণা করেন।

আসামিকে ‍বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হলে আসামি সোমনাথ বিশ্বাস বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এ ছাড়াও ঘটনায় প্রত্যক্ষ স্বাক্ষী একজন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বাক্ষীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ