
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বিষ পানে আসলাম(৩০) নামের এক যুবকের আত্মহত্যা নিহত আসলামের পরিবার জানান, ঘোড়াঘাট উপজেলার বিশাইনাথপুর দামপাড়ার আঃ অহেদের ছেলে আসলামের সাথে প্রায় ৬ বছর আগে জয়পুরহাট জেলার নান্দাস গ্রামের আব্দুস সাকিমের মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। তার কিছু দিন পর থেকেই ওই দম্পতির মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি হয় এবং মনোমালিন্যতার এক র্পযায়ে মাঝে মধ্যেই স্ত্রীর সাথে বাকবিতণ্ডা হয়। এরই মধ্যে তাদের একটা পুত্র সন্তানের
জন্ম হয়। আসলাম ঢাকায় রিক্সা চালাতো বুধবার ৮ জানুয়ারী দিবাগত রাতে ঢাকা থেকে বাড়িতে আসে। এ সময় স্ত্রী শারমিন আক্তার সে তার বাবার বাড়িতে অবস্থান করছিল। স্বামী আসলাম বাড়িতে আসার কথা শুনে স্ত্রী শারমিন বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে সে তার স্বামীর বাড়িতে আসে।স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়।এরই জের ধরে সকাল ১০টায় স্ত্রীর উপর অভিমান করে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে অসুস্থ হলে পরিবারের লোক জন স্থানীয় ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতি করলে সে সময়তার অবস্থা
মুর্মূষ হওয়ায় র্কতব্যরত চিকি সক তাকে ◌্অন্যত্র স্থানান্তরিত
করেন। পরে দুপুর আনুমানিক ১টায় আসলামের মৃত্যুহয়।অপরদিকে একই দিন দুপুরে ঘোড়াঘাট পৌর সভার ফুরলের বারনী বালু এলাকার শ্রী ফুলচান চৌধুরী(৭০) নামে এক বৃদ্ধ পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পানে ◌্অসুস্থ হয়ে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘোড়াঘাট থানার ◌্অফিসার ইনর্চাজ বলেন, ঘটনা শুনেছি। মৃত্যু ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি চিকি সাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।