
মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি।। পঞ্চগড়ে’র সীমান্তবর্তী নাগরিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে (১৮ বিজিবি) এর আয়োজনের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (8-জানুয়ারি) পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি এর অধীনস্থ ভজনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকাধীন ভজনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা আয়োজন করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনিরুল ইসলাম, বিজিবিএমএস, পিএসসি, এসি এর উপস্থিতিতে জনসচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি এর উপ-অধিনায়ক রিয়াদ মোর্শেদ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সীমান্তবর্তী সাধারণ মানুষ। জনসচেতনতামূলক এই সভায় যেসব বিষয়ে আলোচনা করা হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল, সীমান্ত হত্যা বন্ধ এবং সীমান্তে বাংলাদেশী নাগরিকদের অবাধে চলাফেরা না করা, সীমান্ত নদী হতে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে পাথর ও বালি উত্তোলন না করা, স্থানীয় জনগণ কর্তৃক সীমান্তে অবৈধ অনুপ্রবেশে সহায়তা/আশ্রয়/ প্রশ্রয় না দেওয়া, চোরাচালান ও মাদকদ্রব্য পাচারে স্থানীয় ব্যক্তিদের সহায়তা না করা এবং মাদকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করা, নারী- শিশু ও মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বাংলাদেশী নাগরিক কর্তৃক সংগঠিত সীমান্ত সংক্রান্ত বিভিন্ন অপরাধ, সীমান্ত সংক্রান্ত আইন/ধারা সম্পর্কে সকলকে অবহিত করা হয়। সবশেষে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে অধিক শীতপ্রবন এলাকা হওয়ায় স্থানীয় গরিব, দুঃস্থ এবং অসহায়দের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়। বিজিবি’র এমন জনসচেতনতামূলক সভা সীমান্তে সকল প্রকার অপরাধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা। উপস্থিত সকলেই পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি এই কার্যক্রমের অনেক প্রশংসা করেন।