
র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল সফল মাদকবিরোধী অভিযানে ১,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানের স্থান রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ১৪ নং দুর্গাপুর ইউনিয়নের শঠীবাড়ী বাজারে মেঘনা ব্যাংকের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক।
বুধবার (তারিখ উল্লেখ করুন) দিনগত রাতে র্যাবের সদস্যরা একটি চেকপোস্ট স্থাপন করে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালান। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সাইফুল ইসলাম @ খোকন (৩০), পিতা- মোঃ ইকবাল হোসেন, ঠিকানা- শুভপুর, থানা- কোতোয়ালী, জেলা- কুমিল্লা এবং মোঃ নাজমুল ইসলাম (৩২), পিতা- মোঃ আব্দুল মান্নান, ঠিকানা- বাগদুয়া রসুলপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর।
তল্লাশির সময় আসামিদের দেহ থেকে প্যাকেটে মোড়ানো ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক বহন ও বেচাকেনার উদ্দেশ্যে তারা এই এলাকায় অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব-১৩-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাদকবিরোধী এই অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।