
পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি এর অধীনস্থ এলাকায় টাস্কফোর্স অভিযানে বিজিবি কর্তৃক একটি কষ্টি পাথর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক আটটা দশ মিনিটে সীমান্ত হতে আনুমানিক সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে থেকে এই কষ্টিপাথর উদ্ধার করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি এর অধীনস্থ মীরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অত্র ব্যাটেলিয়ন এর উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোরশেদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২২/এমপি হতে আনুমানিক সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডোকরোপাড়া (নিউ লাইফ ক্লিনিক এর পিছনে) নামক স্থানে বিজিবি, ম্যাজিস্ট্রেট এবং পুলিশ এর সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা করে সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মুমিন চৌধুরীর ছেলে মোঃ নুরুজ্জামান হোসেন(৬০)’কে ২৪ কেজি ৫০০ গ্রাম (আনুমানিক) ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি সহ আটক করা হয়। যার সিজার মূল্য আনুমানিক ২৪ লক্ষ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তি এবং আটক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় পরবর্তিতে হস্তান্তর করা হয়।