
মিরসরাইয়ে বিভিন্ন গাড়ি ও ট্রেন থেকে চুরি করা ৩ ড্রাম ডিজেলসহ এক চোরকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তেল চুরি ও সরবরাহ কাজে ব্যবহার করা একটি পিকআপও জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার চোরের নাম রাশেদুল ইসলাম (২৩)। সে উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পরাগলপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গাড়ি ও বিভিন্ন সময়ে ট্রেন থেকে চুরি করা তেলের ব্যবসা করে আসছে তেল চোরচক্রের একটি সক্রিয় গ্রুপ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চোর সিন্ডিকেট সদস্য রাশেদুলকে ডিজেলবোঝাই করার সময় গ্রেপ্তার করা হয়। এ সময় দক্ষিণ সোনাপাহাড় মস্তাননগর রেললাইনের পশ্চিম পাশে মফিজ উদ্দিনের বাড়ির সামনে থেকে ৩ ড্রাম ডিজেল এবং ১টি পিকআপ জব্দ করা হয়। উদ্ধার করা ডিজেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ হাজার ১৬০ টাকা।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাপাহাড় রেললাইনের পশ্চিম পাশ থেকে চোরাই ডিজেল ব্যবসায়ী রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ২-৩ জন আসামি পালিয়ে যায়।
গ্রেপ্তার আসামিসহ পলাতকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। রাশেদুল ইসলামকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।