
বান্দরবান আলীকদমে পারিবারিক ভাবে সম্পদ ভাগাভাগি’কে কেন্দ্র করে বড়ভাই ছোট ভাইকে হত্যার ঘটনায় অভিযোক্ত অসামি আবু মুছাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত শনিবার ৪ জানুয়ারি ২০২৫ইং সকাল সাড়ে ৯টা আলীকদম উপজেলা দক্ষিণ নোয়াপাড়া এলাকায় পারিবারিক জায়গাজমি ও গরু ভাগাভাগির জেরে বড়ভাইয়ের লাঠির আঘাতে ছোটভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনার আসামি আবু মুছাকে গ্রাফতার করেছে থানাপুলিশ।
মর্মান্তিক মৃত্যুর এই ঘটনাই ৪ জানুয়ারি ২০২৫ইং তারিখে নিহতের মা রাবেয়া বেগম বাদী হয়ে আলীকদম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি বান্দরবান জেলার পুলিশ সুপারকে জানানো হলে দ্রুত আসামি গ্রেফতার ও মামলার তদন্তের নির্দেশনা দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. হারুন রশিদের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। এই টিম একাধিক স্থানে অভিযান পরিচালনা করে এবং পরে লামা থানার সহযোগিতায় ৮ জানুয়ারি ২০২৫ তারিখে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঠান্ডাঝিরি নামক স্থানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে আসামি আবু মুছাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পুলিশের দ্রুত অভিযানের ফলে ৭২ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।এ ঘটনার তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবেন হবে বলে জানাযায়।
নিহত নুরুল আবছার মামুন(২১) পিতা: আনোয়ার হোসেন মাতা: রাবেয়া বেগম, তার সৎ ভাই আবু মুছা পিতা: কামাল হোসেন মাতা: রাবেয়া বেগম নিহত নুরুল আবছার মামুনকে কানে যখম করায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে তথ্যসূত্রে জানা যায়।
নুরুল আবছার মামুন ছিল তার মা রাবেয়া বেগমের ২য় স্বামী পিতা: মৃত আনোয়ার হোসেনের সন্তান। সে বর্তমানে লামা সরকারী মাতামহুরী সরকারী কলেজের ২০২৫ শিক্ষা বর্ষের পরিক্ষার্থী । তার সৎ ভাই আবু মুছা মাতা রাবেয়া বেগমের প্রথম স্বামী কামাল হোসেনের ছেলে ।