
নড়াইলে হত্যা মামলায় বাবুল বালা (৪৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টায় নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় দেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত বাবুল বালা নড়াইল সদর উপজেলার খলিশাখালী গ্রামের রবিন বালার ছেলে। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত রবিন আদালতের কাঠগোড়ায় উপস্থিত ছিলেন।নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি কাজী জিয়াউর রহমান পিকুল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারী নড়াইল সদর উপজেলার খলিশাখালী এলাকার রবিন বালার ছেলে বাবুল বালা তার প্রতিবেশি এক কিশোরীকে ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে হত্যা করে। পরে মৃতদেহ গুম করতে মরদেহ নদীতে ফেলে দেয়। এ ঘটনায় নিহতের দাদা কালিপদ পাঠক বাদি হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৬ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মামলার আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন বিচারক।