
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবান জেলার লামা উপজেলায় বিভিন্ন মামলার পলাতক ও মাদক ব্যবসায় জড়িত ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উপজেলার আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সূত্র জানায়, উপজেলার আজিজনগরের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট বেচাকেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ’র নেতৃত্বে একদল পুলিশ রবিবার দিনগত রাতে চাম্বি মফিজ বাজার ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জি আর ৩৩/২২ মামলার পরোয়ানা ভুক্ত আসামী জিয়াবুল হক, সি আর ২২৫/২১ মামলার পরোয়ানা ভুক্ত আসামী মোঃ সাজ্জাদ ও ইয়াবা সহ কলিম উল্লাহকে (৫৩) কে গজালিয়া সড়ক সংলগ্ন মনুর দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়। কলিম উল্লাার দেহ তল্লাশি করে তার পায়ে বাধা অবস্থায় ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।আটক কলিম উল্লাহ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কলাবাগান গ্রামের বাসিন্দা আব্বাস মিয়ার ছেলে।
অভিযানে ৩ ব্যক্তিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন, সোমবার দুুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরোয়ানাভুক্ত আসামী ও মাদকের সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।