ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

নান্দাইলে বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে জমি সংক্রান্ত মামলায় আদালত থেকে জমির স্বত্বাধিকার ও দখলদারী ব্যক্তি হারিছ মিয়ার পক্ষে দুইবার রায় দেয় বিজ্ঞ আদালত। কিন্তুু রায় পাওয়ার
পরেও একই গ্রামের প্রতিপক্ষ জামাল উদ্দিন গংরা হাইকোর্টের নিষেধজ্ঞা অম্যান্য করে জোরপূর্বক জমি দখলে নেওয়ার জোর পায়তারা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে গত মঙ্গলবার সকালে জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়ইকান্দি গ্রামে হারিছ মিয়ার প্রতিপক্ষ মৃত ফিরোজ আলীর পুত্র জামাল উদ্দিন, তাঁর পুত্র আলমগীর, শেখ সাদী, জাহাঙ্গীর ও মৃত শামছুদ্দিনের পুত্র শাহিন, হাসেন গংরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিতে বাড়ি-ঘরে হামলা চালায়। এতে হারিছ মিয়া তাদের বাধা দিতে গেলে জামাল উদ্দিন গংরা তাকে বেধরক মারধর করে। উক্ত হামলায় হারিছ মিয়ার পরিবারের আরো ৪/৫ জন আহত হয়। আহতরা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লে চিকিৎসা নেয় এবং হারিছ মিয়া গুরুতর আহত হওয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কিন্তু প্রতিপক্ষরা এতেই কান্ত হয়নি, বরং ঘটনার পরদিন বুধবার পুনরায় হারিছ মিয়ার বাড়ি ঘরে হামলা চালিয়ে একটি পুরাতন বসতঘর ভাংচুর করে ঘরের টিনের চাল, বেড়া ও খুটি, ঘরের ভিতরে থাকা স্বার্ণালংকার ও নগদ টাকা সহ মূল্যমান মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় হারিছ মিয়ার পুত্র মিজানুর রহমান বাদী হয়ে বুধবার নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে মিজানুর রহমান বলেন, জাহাঙ্গীরপুর মৌজায় আর.ও.আর নং ৯২৫, দাগ নং ৩৫৮৩ ও ৮৪৮৭ এর ৪৭ শতাংশের খাত ২৫ শতাংশ জমি আমার বাবা সাফ কাওলা ক্রয় করে ভোগ দখল করে আসছে। এ নিয়ে জামাল উদ্দিন গংরা আদালতে মামলা দায়ের করলে একাধিকাবার আমাদের পক্ষে রায় আসে।এছাড়া তারা পুনরায় আপিল করায় তা আদালতে বিচারাধীন রয়েছে ও বর্তমানে জমিতে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও তারা
জোরপূর্বক জমি দখলে নেওয়ার জন্য সন্ত্রাসীকর্মকান্ড চালিয়ে যাচ্ছে। হারিছ মিয়া জানান, বর্তমানে জামাল উদ্দিন গংরা আমাদেরকে বসতবাড়ি থেকে উচ্ছেদের জন্য প্রাণনাশ সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রতিপক্ষ জামাল উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুনঃ