
পিরোজপুরের নাজিরপুরে প্রেসক্লাবের সম্মুখে প্রধান রাস্তা সংলগ্ন সরকারি জায়গা দখল করে বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় এক সাবেক সরকারি কর্মচারী মোসা: মুন্নুজান খানমের বিরুদ্ধে। তিনি উপজেলার মালিখালি ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মৃত জিন্নাত আলীর স্ত্রী। ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি জায়গায় বহুতল ভবন নির্মান কাজ চলমান রয়েছে।
প্রশাসানকে উপেক্ষা করে নাকের ডাগায়ই তৈরী করছে এ বহুতল ভবন। ফলে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ২৫ বছর পূর্বে শরৎ হালদারের কাছ থেকে তিনি ২ শতাংশ জায়গা ক্রয় করেন। তারই পাশে থাকা ১/১ খতিয়ানের সরকারি খাস জমিও দখল করে তুলছে বহুতল ভবন। খোঁজ নিয়ে জানা যায় উপজেলা প্রশাসন বার বার নিষেধ করলেও অদৃশ্য শক্তির দাপট খাটিয়ে তুলছে এ পাঁকা ভবন।
এবিষয়ে নাজিরপুর সদর ইউনিয়ন ভ‚মি সহকারি কর্মকর্তা মোঃ ইব্রাহীম এর নিকট জানতে চাইলে তিনি বলেন অফিসে এসে যা বলার বলে যান এবং শুনে যান, আমি কোন বক্তব্য দিতে পারব না।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, আমি তহশিলদারকে পাঠিয়েছি কাজ বন্ধ করার জন্য বলা হয়েছে।
এবিষয়ে মুন্নুজানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া সম্ভব হয় নাই।