
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অসহায়,দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল দিলেন ১১ বিজিবি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০ টার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ১১ বিজিবি জোন সদরের আওতাধীন এলাকার অসহায় দুঃস্থ ও গরীব শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন। তনি বলেন,ত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকার কথা জানান।
এসময় নাইক্ষংছড়ি ১১ বিজিবি’র নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল একেএম কফিল উদ্দিন বলেন,মাদক ও চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোর রয়েছে বিজিবি।
,এছাড়াও বিজিবির পদস্থ অফিসারবৃন্দ ও বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।