
সম্প্রতি গফ জবধুঁষ কধনরৎ এর ফেসবুক আইডি থেকে স্যোসাল মিডিয়ায় ১৭৯ নং পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিনয়ারা বেগেমের বিরুদ্ধে বিদ্যালয়ে অবস্থিত ৬ টি মেহগুনি গাছ,¯িøপের এক লক্ষ টাকা সহ বিদ্যালয়ের মাঠে কয়েকটি নারিকেল গাছ,সুপারি গাছ প্রধান শিক্ষক জেসমিনয়ারা বেগম আত্মসাৎ করেছেন, এবং আমার স্বামী মো: ইব্রাহীম এর নামে কুরুচিপূর্ণ মন্তব্য স্যোসাল মিডিয়ায় ভাইরাল করেছেন, যাহা আমার দৃষ্টি গোচরে আসে। মূলত ¯িøপের বাজেটের টাকা দিয়ে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের কাজে ব্যয় করেছি এবং বিদ্যালয়ের গাছ কাটা প্রসঙ্গে যে অভিযোগটি এনেছে তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন আমি এর সাথে কোনভাবেই জড়িত না এবং জানিও না। আমাকে উদ্দেশ্য প্রনোদিতভাবে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য একটি কু-চক্রি মহল ঈর্ষান্নিত হয়ে এ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জেসমিনয়ারা বেগম
প্রধান শিক্ষক
১৭৯ নং পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
নাজিরপুর, পিরোজপুর।