
রাজশাহীর বাগমারায় তারেক জিয়ার প্রজন্ম দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৭ জানুয়ারি ) বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ লতিফের ক্যান্টিনের সামনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগমারা উপজেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক জিয়ার প্রজন্ম দলের রাজশাহী জেলা সভাপতি আবুল কালাম আজাদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মামুনুর রশীদ।
সভায় বক্তব্য রাখেন তারেক জিয়ার প্রজন্ম দলের উপজেলা সিনিয়র সহ-সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক ডিএম সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনা ডাঙ্গা ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মেম্বার, যোগীপাড়া ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, ঝিকরা ইউনিয়ন সাধারণ সম্পাদক ইয়াদুল ইসলাম, মাড়িয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, আউচপাড়া ইউনিয়ন যুগ্ম সম্পাদক পলাশ আহম্মেদ, কাচারি কোয়ালী পাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
উল্লেখ্য আগামী ২০ জানুয়ারি তারেক জিয়ার প্রজন্ম দলের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এখানে নেতা-কর্মীরা তাঁদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন। কী ভাবে এই অনুষ্ঠানকে সফল, সর্বাঙ্গ সুন্দর করা যায় তা নিয়ে খোলামেলা, উন্মুক্ত আলোচনা করা হয়। এছাড়াও উপজেলার দুটি পৌরসভা, ১৬ টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন বিষয়ে আলোকপাত করা হয়।
সর্বশেষে দেশনেত্রী ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।