
বাগেরহাটের মোরেলগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা এবং রেফারেল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর বৃহঃস্পতিবার বেলা ১০ টার দিকে বেসরকারি সংস্থা উত্তরন মোরেলগঞ্জ শাখার আয়োজনে বারইখালী কাজী মিম কমিউনিটি সেন্টারে
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আঃ হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোঃ বিল্লাহ, মোঃ ফজলুল হক খোকন, এইচ, এম , শহিদুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উত্তরন উপজেলা কো-অর্ডিনেটর, অনিমেষ পাল। এ সময় তিনি ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বলেন, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বালক ও বালিকাদের স্বাস্থ্য সুরক্ষা সেনিটেশন ব্যবস্থা, শিশু শ্রম, শিশু নির্যাতন ও বাল্য বিবাহের উপর প্রতিরোধ কল্পে বিভিন্ন সময়ে ইউনিয়ন পর্যায়ে ওরিয়েন্টেশনের মাধ্যমে ছাত্র-ছাত্রী ও মসজিদের ইমাম মোয়াজ্জেন সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দদের সচেতন করে লক্ষ্যে আয়োজন করে থাকেন। আজকের অনুষ্ঠানে ৩০ জন বিভিন্ন শ্রেনির মানুষ এই ওরিয়েন্টশনে অংশগ্রহন করেন।