
নাইক্ষ্যংছড়ি উপজেলার নিকটবর্তী রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ডাকভাংঙ্গায় অবস্থিত এনজিও পরিচালিত ডাকভাংঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত দুই শতের বেশী ছাত্রছাত্রীদের হাতে এখনো রামু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকর্তৃক বরাদ্দ দেওয়া নতুন বই ছাত্রদের হাতে পৌঁছেনি। তারা নতুন বই পাওয়ার আশায় পহর গুনছে।
এ কারণে শিক্ষার্থী ও অভিভাবকেরা উদ্বিগ্ন। নতুন বাই না পেয়ে ওই স্কুলের শিক্ষকরা আওয়ামী স্বৈরাচার সরকারের পুরনো বই দিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে রামু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ আবু শামীম সাংবাদিকদের জানান গত ৩০ ডিসেম্বর তাদের চাহিদা অনুযায়ী নতুন বই বরাদ্দ দেওয়া হয়েছে।
এসব বই পহৈলা জানুয়ারি ২০২৫ ইং ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে দেওয়ার কথা এখনো না পৌঁছায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
এই প্রতিবেদকের সামনে সংশ্লিষ্ট ওই স্কুলের দায়িত্বপ্রাপ্ত এনজিও কর্মকর্তার সাথে যোগাযোগ করে মুঠো ফোনে না পেয়ে শিক্ষা অফিসার কোন উত্তর দিতে পারেন নি
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীরা জানায় বর্তমান অন্তরবর্তী সরকারের ভাব মূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এই এনজিওর পরিচালক জুয়েল তালুকদার ইচ্ছা করে এই কোমলতি শিক্ষার্থীদের বই না দিয়ে আটকে রেখেছে ।
স্কুল কমিটির সভাপতি মাস্টার আবুল কাশেম বলেন সরকারের দেওয়া বই গ্রহণ করে এতদিন আটকে রাখা প্রমাণ করে সে স্বৈরশাসকও ফ্যাসিস্টের আজ্ঞাবহ ধূসর হিসাবে কাজ করছে।
রামু উপজেলা সর্বপূর্বে বান্দরবান সীমান্তবর্তী এলাকায় কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের দুর্গম পাহাড়ি এলাকায় অনউন্নত অবহেলিত অঞ্চল হিসাবে খ্যাত ২০০০ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়।
দীর্ঘদিন সানামের সহিত পরিচিত হয়ে আসছে।
গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর জুয়েল তালুকদার স্কুলটি নিয়ে কল্প কাহিনী তৈরি করে যেন স্কুল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা স্কুলটি সচল রাখতে ওই এনজিও সহ সরকারের বিভিন্ন দপ্তরে তার জন্য দুর্নীতির অভিযোগ তুলে স্মারক লিপি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এর পরে ওই কর্মকর্তা বাহল তবিয়তে থাকায় এমন পরিস্থিতির শিকার শিক্ষর্থীরা