
হবিগঞ্জের মাধবপুরে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা পারভেজ হোসেন চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে শোয়াইব আহমেদ আশ্রাফী নামে এক ইসলামী বক্তার ফেসবুক লাইভ ভাইরাল হয়েছে। লাইভ ভিডিওটি ৬ ঘন্টায় ১০ লক্ষ ভিউ হয়েছে। উক্ত ঘটনাটি উপজেলা সহ সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে শুয়াইব আহমদ আশ্রাফী তার ফেসবুক লাইভে বলেন, আমার মাদ্রাসা নির্মানের জন্য আমি মাটি নিয়ে যাচ্ছি।এই মাটিতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা পারভেজ চৌধুরী ও তার লোকজন চাদা দাবি করেন । চাঁদা না দেওয়ায় মাটি ভর্তি ট্রাক আটক করে রেখেছে । দেশবাসী দেখুন। এই অন্যায়ের বিচার করুন। এর আগেও সে এভাবে চাঁদাবাজি করেছে। তিনি ফেসবুক লাইভে দেশবাসী সহ আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।
এ ব্যাপারে জানতে শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা পারভেজ হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি তো ঘটনাস্থলেই ছিলাম না।এছাড়া সম্পদপুর মৌজায় আমার বালুর লিজ রয়েছে। ফসলী জমি থেকে জমি কাটা মাটিকাটা আইনসঙ্গত নয়। এরপরেও বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।
যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট এলাকার ভূমি অফিসে তহসীলদার সোহেল মিয়া জানান, সম্পদপুর মৌজায় সরকারি নদীতে লিজ রয়েছে। মাটি কাটার উপরে কোন লিজ নেই।ইউপি চেয়ারম্যান বা তার লোকজনের এটি আটকানোর এখতিয়ারও রাখেন না।
যোগাযোগ করা হলে শুয়াইব আহমদ আশ্রাফী জানান, ঘটনাটি নিয়ে আমি উপজেলা ইউএনও অফিসে এসেছি। সে যে দলেরই হোক না কেন অন্যায়ের প্রতিবাদ করতে আমি ভয় পাই না।ব্যক্তির দোষ দল নিবে না। আমি ফেসবুক লাইভ কাটবো না।