
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া ইউনিট কর্তৃক আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে উপজেলার সোনারামপুরে অবস্থিত সেবা রাইস মিলে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে মিল মালিককে প্রশাসনিক ব্যবস্থায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার(৬ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম (রিজভী)এর নেতৃত্বে উপজেলার সোনারামপুর এলাকায় সেবা অটো রাইস মিলে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় অটো রাইস মিলে তদারকি করে বিপুল পরিমাণে বিভিন্ন ব্যান্ডের প্লাস্টিকের মোড়কে চাল প্রক্রিয়াকরণ, মোড়কে মূল্য না থাকা, দীর্ঘদিন যাবত অতিরিক্ত চাল মজুদ রাখায়,২৮ চাউলের বস্তায় মিনিকেট লিখে বাজারজাত,ধানের জাত উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ স্বীকার করে ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করেন। এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার অনুরোধ জানানো হয়। এ তদারকিমূলক অভিযানে সহায়তা করেন জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক এস এম শাহীন,আশুগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ,জেলা খাদ্য পরিদর্শক বামিম পাঠান,স্পেশাল টাস্ক ফোর্স ছাত্র প্রতিনিধি, ভোক্তা অধিদপ্তরের সিয়াম আফ্রিদি,আশুগঞ্জ উপজেলা ছাত্র প্রতিনিধি নাদিম ইসলাম রোহান ও এহসান ভুঁইয়া।
অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক ইফতেখারুল
আলম (রিজভী) বলেন,বিভিন্ন অভিযোগে সেবা অটো রাইসমিল মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়। তিনি আরো বলেন চলমান অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।