
মানুষে মানুষে শত্রুতা হয়। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বামহাতির ছড়া গ্রামে। রাতে এবং দিনে ওই এলাকার সুলতান তার স্ত্রী, ছেলে নুর মোহাম্মদ, ও কালু নামের ব্যক্তিরা কেটে নিয়ে যাচ্ছে কচ্ছপিয়া ইউনিয়নের এক কাতার প্রবাসীর বাগানের আকাশমণি গাছ।
জানা গেছে, গত কয়েক দিনে উপজেলা সদরের ৯নং ওয়ার্ডের বামহাতির ছড়া এলাকায় ওই বাগানের পাহারাদারকে তওয়াক্কা না করে উল্টো হুমকি দিয়ে তারা নির্বিচারে কেটে ফেলেছে এসব গাছ।
ওই গ্রামের ছমুদা খতুনসহ অনেকে জানান কাতার প্রবাসী মোঃ আলম নামের এক ব্যক্তি দুর্গম এলাকায় ১২ একর জমি ক্রয় করে আকাশমনি গাছ লাগিয়েছিলেন।
বাগানের মালিক প্রবাসী আলম জানান,সোলতান লোকজন নিয়ে তার পাহারাদারকে তওয়াক্কা না করে উল্টো দাপট দিখেয়ে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এতে তার প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
তিনি আরও জানান, ২০১৫ সালে বাগানটি গড়ে তোলেন তিনি। এর পর থেকে কোটি টাকা আয়ের স্বপ্নের বাগানটি গড়ে তোলেন। এখন একটি মহলের কুনজর পড়ে বাগানটির উপর। তাই এখন প্রবাসী আলমের স্বপ্ন মাটিতে নুয়ে পড়ার মত হয়ে পড়েছে।
এ ব্যাপারে স্থানীয় সদ্দার ও জনপ্রতিনিধির কাছে কেন সাড়া দিচ্ছে না। তারা বাগান মালিককে থানায় অভিযোগ করার পরামর্শ দেন। তিনি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।